লোন প্রোটেকশন স্কীম
লোন প্রোটেকশন স্কীম নীতিমালা -
m`m¨‡`i A_©‰bwZK mg„w× I Zv‡`i wZ‡j wZ‡j Mw”QZ Avgvb‡Zi mwVK wewb‡qvM I wbivcËv weavbB Avgv‡`i j¶¨| cvkvcvwk hw` †Kvb m`m¨ FY _vKvKvjxb g„Zz¨eiY K‡ib, Zvn‡j Zvi cwievi nVvr K‡i Avw_©Kfv‡e wec`vcbœ n‡q c‡oÑZv †_‡K DËi‡Yi Dcvq KivB Avgv‡`i j¶¨| hw`I eZ©gv‡b Avgv‡`i mwgwZ‡Z gi‡YvËi cÖKí Pvjy i‡q‡Q wKš‘ Gi m‡e©v”P wmwjs n‡”Q 75,000.00 UvKv| †Kvb m`‡m¨i g„Zz¨ n‡j Zvi bwgbx‡K GKKvjxb 75,000.00 UvKv cÖ`v‡bi weavb i‡q‡Q|
এই অবস্থা বিবেচনায় উপরোক্ত সমস্যা লাঘবে ২০০৯-২০১২’র ব্যবস্থাপনা কমিটি এই নুতন প্রকল্প LPS বা লোন প্রোটেকশন স্কীম
বাস্তবায়ন করেছে। সমিতি থেকে ঋণ গ্রহীতারা সকলেই এই প্রকল্পের আওতাভুক্ত হবেন এবং ঋণ গ্রহণকালীন সময়ই এই প্রকল্পের আওতায় আসবেন।
LPS-এর শর্তসমূহ :
০১। অনুমোদিত ঋণের চেক গ্রহণ করার সময়ই উপরে ঋণের LPS বা লোন প্রোটেকশন স্কীমের প্রিমিয়াম নগদে প্রদান করতে হবে। অর্থাৎ ঋণের প্রিমিয়াম বকেয়া ঋণের উপর মাসিক অগ্রিম হিসাবে প্রদান করতে হবে।
০২। মরণোত্তর সাহায্য প্রকল্পে যারা সদস্য আছেন, সেটিও চালু থাকবে এবং সেখানকার সুযোগ-সুবিধা সদস্য পাবেন।
০৩। LPS-এর জন্য ঋণ গ্রহীতাকে আলাদা কোন ফরম পূরণ করে এর আওতায় আসতে হবে না। ঋণ গ্রহণের সময় লোন প্রোটেকশন স্কীম-এর টাকা প্রদান করলেই আপনি এই স্কীম-এর অন্তর্ভুক্ত হয়ে যাবেন।
০৪। LPS চালু হওয়ার সঙ্গে সঙ্গে এর আওতায় না এসে অর্থাৎ লোন প্রোটেকশন স্কীম-এর অর্থ প্রদান ছাড়া কোন ঋণ প্রদান করা হবে না।
LPS-এর সুবিধা ভোগীর প্রিমিয়াম :
ক) স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী সকল প্রকার অনুমোদিত ক্রেডিট ঋণের উপর মাসিক ০.০৫% হারে প্রিমিয়াম প্রদান করতে হবে। অর্থাৎ প্রতি হাজারে ৫০ পয়সা মাসিক হিসাবে দেয়।
খ) অনুমোদিত ঋণের উপরে ঋণের চেক গ্রহণ করার সময়ই এই প্রিমিয়াম নগদে প্রদান করতে হবে। অর্থাৎ ঋণের প্রিমিয়াম বকেয়া ঋণের উপর মাসিক অগ্রিম হিসাবে প্রদান করতে হবে।
গ) আপনার ঋণের বিপরীতে প্রিমিয়াম প্রদান করা হলে বকেয়া ঋণ এক মাসের জন্য নিরাপত্তা স্কীমের আওতায় থাকবে। অর্থাৎ প্রতি মাসেই ঋণের কিস্তি প্রদানের সময় বকেয়া ঋণের উপর প্রতি হাজারে ৫০ পয়সা মাসিক হারে প্রিমিয়াম প্রদান করতে হবে।
ঘ) ঋণ পরিশোধের শেষের দিকে গিয়ে বকেয়া ঋণের পরিমাণ যখন খুব কম হয়ে যাবে, সেক্ষেত্রে সর্বনিম্ন বা ন্যূনতম প্রিমিয়াম হবে এক টাকা।
LPS-এর অধীনে কি সুবিধা/সেবা প্রদান করা হবে -
মৃত্যুকালীন বয়স-সীমা ঃ
১৮ বৎসর থেকে ৫৫ বৎসর পর্যন্ত বকেয়া ঋণের ১০০% কাভারেজ
৫৫ বৎসর ১ দিন থেকে ৬৫ বৎসর পর্যন্ত বকেয়া ঋণের ৭৫% ”
৬৫ বৎসর ১ দিন থেকে তদুর্দ্ধ বৎসর পর্যন্ত বকেয়া ঋণের ৫০% ”
০৭। LPS-এর টাকা কখনই নগদে পরিশোধ করা হবে না। শুধুমাত্র বকেয়া ঋণ সমন্বয়ের জন্য ব্যবহৃত হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, কোন সদস্য মৃত্যুবরণ (সুইসাইড) করলে LPS বা লোন প্রোটেকশন স্কীম-এর সুবিধার আওতায় আসবে না। অর্থাৎ এর কোন প্রকার সুযোগ-সুবিধা পাবেন না।
০৮। ঋণগ্রহীতা নিয়মিত ঋণ পরিশোধ না করে মারা গেলে LPS বা লোন প্রোটেকশন স্কীম-এর সুবিধার আওতায় আসবে না।
০৯। কোন সদস্য তার গৃহীত ঋণে অনিয়মিত থাকলে নিয়মিত (রেগুলার) হওয়ার সময় LPS-এর বকেয়া পরিশোধ করতে হবে।
১০। মেয়াদোত্তীর্ণ ঋণের ক্ষেত্রে LPS-এর টাকা নেওয়া হবে না এবং তাকে এর আওতায় আনা হবে না।
১১। কোন সদস্যের মৃত্যুর পর তার আইনানুগ উত্তরাধিকারী/উত্তরাধিকারীগণকে লিখিত আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে “মূল ডেথ সার্টিফিকেট”-এর প্রতিলিপি অবশ্যই জমা দিতে হবে। মৃত্যু সংক্রান্ত অন্যান্য কাগজপত্র ও সমাধিকার্য পরিচালনাকারী ব্যক্তির সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে।
১২। মৃত সদস্যের বকেয়া LPS ঋণ সমন্বয়ের পরে যদি অপরিশোধিত ঋণ থাকে, তা সমিতির নিয়মানুযায়ী পরিশোধ করতে হবে।
১৩। LPS বা লোন প্রোটেকশন স্কীম-এর সর্বোচ্চ সিলিং ১০,০০,০০০.০০ (দশ লক্ষ) টাকা। (০১/০৪/২০২০ থেকে কার্যকর)
১৪। যখন কোন সদস্য ৫ লক্ষ টাকার বেশী ঋণ গ্রহণ করবেন, সেক্ষেত্রে যতদিন পর্যন্ত বকেয়া ঋণের পরিমাণ ৫ লক্ষ টাকায় এসে না পৌঁছায়, ততদিন পর্যন্ত ঐ ৫ লক্ষ টাকার জন্যই প্রিমিয়াম প্রদান করতে হবে।
১৫। বিশেষভাবে উল্লেখ্য যে, LPS বা লোন প্রোটেকশন স্কীম যে মাস থেকে চালু করা হবে, সেই মাস থেকেই সমন্ত ক্রেডিট ঋণ গ্রহীতাবৃন্দ এই LPS বা লোন প্রোটেকশন স্কীম-এর আওতায় আসবেন। অর্থাৎ ঐ মাস থেকেই বকেয়া ঋণের উপর প্রিমিয়াম প্রদান করতে হবে।
১৬। পুনঃতফসিলকৃত ঋণ LPS-এর আওতায় আসবে না।
১৭। টি/এ গ্রহণকারী পূর্বের বকেয়া কিস্তি পরিশোধ সাপেক্ষে LPS-এর সুবিধা পাবে।
* প্রয়োজনবোধে এই নীতিমালা ব্যবস্থাপনা কমিটি কর্তৃক পরিমার্জন, পরিবর্ধন এবং পরিবর্তনযোগ্য।
* ০১/০৪/২০২০ তারিখে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত।